Kolkata Lyrics (কলকাতা) – Anupam Roy | Praktan

Kolkata Lyrics by Anupam Roy, Shreya Ghoshal is the latest Bangla song from movie Praktan & song sung by Anupam Roy, Shreya Ghoshal. Kolkata song lyrics written by Anupam Roy & music also given by Anupam Roy.This song published by Amara Muzik Bengali.

Kolkata Lyrics

Kolkata Song Details

Song: Kolkata
Movie: Praktan
Singer: Anupam Roy, Shreya Ghoshal
Lyrics: Anupam Roy
Music: Anupam Roy
Label: Amara Muzik Bengali

Kolkata Lyrics

শহর জুড়ে যেন প্রেমের মরসুম
আলোতে মাখামাখি আমার এ গ্রীনরুম,
কখনও নেমে আসে অচেনা প্যারাসুট
তোমাকে ভালোবেসে আমার এ চিরকুট।

কলকাতা, তুমিও হেঁটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
কলকাতা, তুমিও হেঁটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
যাবে কি না যাবে আমার সাথে।

ঘুম ভাঙে এসপ্ল্যানেড
খোলা ভাঙে চীনেবাদাম,
চেনা কোনো ঘাসের দাগ
শুয়ে থাকা কি আরাম।

শহর জুড়ে যেন প্রেমের মরসুম
আলোতে মাখামাখি আমার এ গ্রীনরুম,
কখনও নেমে আসে অচেনা প্যারাসুট
তোমাকে ভালোবেসে আমার এ চিরকুট।

কলকাতা, তুমিও হেঁটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
কলকাতা, তুমিও হেঁটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
যাবে কি না যাবে আমার সাথে।

খুঁজে দিতে না পারলে আড়ি
আমার ব্যোমকেশ বক্সীর বাড়ি,
তবেই তোমার কথা কলকাতা কলকাতা
সব কিছু মেনে নিতে পারি।

কেন এ অসম্ভবে
ডেকে আনো আমাকে,
ছুঁয়ে থাকে হাতটাকে
কবিতার ছাদ টাকে।
কলকাতা, তুমিও হেঁটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
কলকাতা, তুমিও হেঁটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
কলকাতা, তুমিও হেটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
যাবে কি না যাবে আমার সাথে।

Kolkata Music Video