Bedona Lyrics by Shunno is the latest Bangla song lyrics written by Shunno and the beautiful music has been given by Shunno.This song published by PINHOLE FILMS.
Bedona Song Details
Song: | Bedona |
Singer: | Shunno |
Lyrics: | Shunno |
Music: | Shunno |
Label: | PINHOLE FILMS |
Bedona Lyrics
তুমি আমার নওতো সুখ, তুমি সুখের বেদনা
সব স্বপ্নের রং হয়নাতো,বেদনার মতো নয় রঙা
জীবনের সব কথা নয়,আমি জীবনটাকেই বলতে চাই
হয়তো দুবাক্য নয়, সেতো ভালোবাসার কাব্য কয়
আমি কবি নই, তবু কাব্যের ভাষাই বলবো আজ
তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই (২)
তুমি বললে আজ দুজনে নীল রঙা বৃষ্টিতে ভিজবো
রোদেলা দুপুরে একসাথে নতুন সুরে গান গাইবো
শেষ বিকেলের ছায়ায় নিয়ে
আকাশের বুকে আমি, লাল রঙা স্বপ্ন আঁকবো
আমি কবি নই, তবু কাব্যের ভাষাই বলবো আজ
তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই (২)
তুমি বললে আজ দুজনে সাত রঙা প্রজাপতি ধরবো
লোনা বালিচরেতে একসাথে আকাশের সমুদ্র স্নান দেখবো
গোধুলির আলো আঁধার কেও নিয়ে সাথে এদুজনা
নীলের বুকে আজ হারাবো
আমি কবি নই, তবু কাব্যের ভাষাই বলবো আজ
তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই (২)