Bhanga Tori Chera Pal Lyrics by Kisho Palash is the latest Bangla song lyrics written by Rana Sheikh and the beautiful music has been given by F A Sumon.This song published by Agniveena.
Bhanga Tori Chera Pal Song Details
Song: | Bhanga Tori Chera Pal |
Singer: | Kisho Palash |
Lyrics: | Rana Sheikh |
Music: | F A Sumon |
Label: | Agniveena |
Bhanga Tori Chera Pal Lyrics
আমার ভাঙ্গা তরী ছেড়া পাল
চলবে আর কত কাল
ভাবি শুধু একা বসিয়া রে দয়াল
এভাবে আর চলবে কতকাল
তরী কিনারায় ভিড়াইয়া
ভাবি শুধু কাদিয়া
কিনারায় ভিরাইয়া ভাবি শুধু কাদিয়া
যাবে কি এমনি দিনও হাল রে দয়াল
এভাবে আর চলবে কতকাল
আমার ভাঙা তরী ছেড়া পাল
চলবে আর কত কাল
ভাবি শুধু একা বসিয়া রে দয়াল
এভাবে আর চলবে কতকাল
জীবণ দিলা কাঞ্চা বাঁশের
খাচারই মতন
যত্ন নেবার আগেই তাহা
ভাঙ্গে অবিরত দয়াল ভাঙ্গে অবিরত
ধনীরে ধন দিলা
গরীবের তুইলা পিঠের ছাল রে দয়াল
এভাবে আর চলবে কতকাল
আমার ভাঙ্গা তরী ছেড়া পাল
চলবে আর কত কাল
ভাবি শুধু একা বসিয়া রে দয়াল
এভাবে আর চলবে কতকাল
সুখের পাখি নীড় বাঁধিতে
যায়না সে ভুলে
যত্ন করে নীড় বাঁধে হায়
সুখেরই দুকুলে দয়াল সুখেরই দুকুলে
তেলে চুলে তেল দিলা
বুঝলানা জটা চুলের হাল রে দয়াল
এভাবে আর চলবে কতকাল
আমার ভাঙা তরী ছেড়া পাল
চলবে আর কত কাল
ভাবি শুধু একা বসিয়া রে দয়াল
এভাবে আর চলবে কতকাল