Boba Kosto Lyrics by Samz Vai is the latest Bangla song lyrics written by Proshenjit Mondal and the beautiful music has been given by Amit Kar.This song published by Agniveena.
Boba Kosto Song Details
Song: | Boba Kosto |
Singer: | Samz Vai |
Lyrics: | Proshenjit Mondal |
Music: | Amit Kar |
Label: | Agniveena |
Boba Kosto Lyrics
বেদনার নদীতে জল থাকে
তল থাকে না
দুচোখের শ্রাবনে ঢল নামে
মেঘ ডাকে না
আমার চোখের হ্রদে আছে শুধু জল
বোবা কষ্ট ঝরায় চোখে অশ্রু অবিরল
আমার চোখের হ্রদে আছে শুধু জল
বোবা কষ্ট ঝরায় চোখে অশ্রু অবিরল
বেদনার নদীতে জল থাকে
তল থাকে না
দুচোখের শ্রাবনে ঢল নামে
মেঘ ডাকে না
কষ্টের নীলে ছাওয়া হৃদয়ের আকাশ
শিরা থেকে ধমনীতে যন্ত্রণার আবাস
কষ্টের নীলে ছাওয়া হৃদয়ের আকাশ
শিরা থেকে ধমনীতে যন্ত্রণার আবাস
মনের মানুষ করে গেছে মিথ্যে প্রেমের ছল
বোবা কষ্ট ঝরায় চোখে অশ্রু অবিরল
মনের মানুষ করে গেছে মিথ্যে প্রেমের ছল
বোবা কষ্ট ঝরায় চোখে অশ্রু অবিরল
বেদনার নদীতে জল থাকে
তল থাকে না
দুচোখের শ্রাবনে ঢল নামে
মেঘ ডাকে না
দুচোখে বিদ্রোহী পদ্মা অন্তরে সাগর
ভালোবাসার মানুষ আমার
ভেঙেছে অন্তর
দুচোখে বিদ্রোহী পদ্মা অন্তরে সাগর
ভালোবাসার মানুষ আমার
ভেঙেছে অন্তর
ছলনার দাগ ছুঁয়ে গেছে হৃদয়ের অতল
বোবা কষ্ট ঝরায় চোখে অশ্রু অবিরল
ছলনার দাগ ছুঁয়ে গেছে হৃদয়ের অতল
বোবা কষ্ট ঝরায় চোখে অশ্রু অবিরল
বেদনার নদীতে জল থাকে
তল থাকে না
দুচোখের শ্রাবনে ঢল নামে
মেঘ ডাকে না