Bone Jodi Futlo Kusum Lyrics by Anupam Roy is the latest Bangla song lyrics written by Rabindranath Thakur and music also given by Rabindranath Thakur.This song published by Anupam Roy.
Bone Jodi Futlo Kusum Song Details
Song: | Bone Jodi Futlo Kusum |
Singer: | Anupam Roy |
Lyrics: | Rabindranath Thakur |
Music: | Rabindranath Thakur |
Label: | Anupam Roy |
Bone Jodi Futlo Kusum Lyrics
বনে যদি ফুটল কুসুম
নেই কেন সেই পাখি নেই কেন,
নেই কেন সেই পাখি?
কোন্ সুদূরের আকাশ হতে আনব
আনবো তারে ডাকি,
নেই কেন সেই পাখি নেই কেন,
নেই কেন সেই পাখি?
হাওয়ায় হাওয়ায় মাতন জাগে
পাতায় পাতায় নাচন লাগে গো,
হাওয়ায় হাওয়ায় মাতন জাগে
পাতায় পাতায় নাচন লাগে গো,
এমন মধুর গানের বেলায় সেই
সেই শুধু রয় বাকি।
নেই কেন সেই পাখি নেই কেন,
নেই কেন সেই পাখি?
উদাস করা হৃদয় হরা
না জানি কোন্ ডাকে,
সাগর পারের বনের ধারে
কে ভুলালো তাকে।
আমার হেথায় ফাগুন বৃথায়
বারে বারে ডাকে যে তায় গো,
আমার হেথায় ফাগুন বৃথায়
বারে বারে ডাকে যে তায় গো,
এমন রাতের ব্যাকুল ব্যথায় কেন,
কেন সে দেয় ফাঁকি?
নেই কেন সেই পাখি নেই কেন,
নেই কেন সেই পাখি?
বনে যদি ফুটল কুসুম
নেই কেন সেই পাখি নেই কেন,
নেই কেন সেই পাখি?