Chere Jas Na Lyrics by Rishi Panda is the latest Bangla song lyrics written by Shreyam Acharya and the beautiful music also given by Rishi Panda.This song published by Rishi Panda.
Chere Jas Na Song Details
Song: | Chere Jas Na |
Singer: | Rishi Panda |
Lyrics: | Shreyam Acharya |
Music: | Rishi Panda |
Label: | Rishi Panda |
Chere Jas Na Lyrics
ভালোবেসে, ছোট্ট তারা
ভীতু ভীষণ, দিশেহারা
মেঘলা ঠোঁটে, আস্কারা দেয় মন
অল্প আঠায়, ডাকনামে
প্রেম পাঠালাম, হলদে খামে
দুপুরের ক্লাসে, লুকোচুরি করে মন
ছেড়ে যাস না আমায়
দূরে যাস না আমার
ছেড়ে যাস না আমায়
ভুলে যাস না আমায়
সন্ধ্যের শহর প্রেমে ডুবে যায়
চাঁদে মেঘ জমে এসে গালে চুমু খায়
রূপকথারা মিথ্যে হলে
ভোরের স্বপ্ন গুলো গল্প বলে যায়
জমা থাক যত হাসি তোমার বুকের মলাটে
ছুঁয়ে বল ভালোবাসি ঠোঁটে লালের জমাটে
ছেড়ে যাস না আমায়
দূরে যাস না আমার
ছেড়ে যাস না আমায়
ভুলে যাস না আমায়
চাঁদের সাথে, ছোট্ট তারা
ঘুমিয়ে যখন, ব্যস্ত পাড়া
বালিশের নিচে আদোরে ফোটাই ফুল
মেঘের পালক, তুলির টানে
প্রেম পাঠালাম, কথায় গানে
দুপুরের ক্লাসে, লুকোচুরি করে মন
ছেড়ে যাস না আমায়
দূরে যাস না আমার
ছেড়ে যাস না আমায়
ভুলে যাস না আমায়
Chere Jas Na Lyrics In English
Bhalobese, chotto tara
Vitu bishon, dishehara
Meghla tothe, askara dei mon
Alpo athai, dakname
Prem pathalam, holde khame
Dupurer classe, lukochuri kore mon
Chere jas na amay
Dhure jas na amay
Chere jas na amay
Vule jas na amay
Sondher sohor preme dube jai
Chade megh jome eshe gale chumu khay
Rupkothara mithe hole
Bhorer swapno gulo golpo bole jay
Joma thak joto hasi tomar bukher molate
Chuye bol bhalobasi tothe laler jomate
Chere jas na amay
Dhure jas na amay
Chere jas na amay
Vule jas na amay