E Jibone Peyechi Je Lyrics from Mangal Deep is the latest bangla song sung by Bappi Lahiri.E Jibone Peyechi Je song lyrics written by Bhabesh Kundu and the beautiful music has been given by Bappi Lahiri.This song published by Gathani Music.
E Jibone Peyechi Je Song Details
Song: | E Jibone Peyechi Je |
Movie: | Mangal Deep (1989) |
Singer: | Bappi Lahiri |
Lyrics: | Bhabesh Kundu |
Music: | Bappi Lahiri |
Label: | Gathani Music |
E Jibone Peyechi Je Lyrics
এ জীবনে পেয়েছি যে আঘাত হাজার
থামবে না গতি তবু জীবনে চলার
এ জীবনে পেয়েছি যে আঘাত হাজার
থামবে না গতি তবু জীবনে চলার
রাত্রির শেষে দেখি এখনও আঁধার
আলোর নিশানা আমি খুঁজি বারে বার
রাত্রির শেষে দেখি এখনও আঁধার
আলোর নিশানা আমি খুঁজি বারে বার
মানবো না হার আমি এই মোর পণ
তাতে যদি যায় যাক যাক না জীবন
জীবনে বাঁচার জ্বালা হাজার হাজার
তবু কেন এত রং আলোর বাহার
রাত্রির শেষে দেখি এখনও আঁধার
আলোর নিশানা আমি খুঁজি বারে বার
রাত্রির শেষে দেখি এখনও আঁধার
আলোর নিশানা আমি খুঁজি বারে বার
এ জীবনে পেয়েছি যে আঘাত হাজার
থামবে না গতি তবু জীবনে চলার
লাভ-ক্ষতি লিখি মোরা হিসাব খাতায়
ক্ষতি যদি বেশি হয় কিবা এসে যায়
লাভ-ক্ষতি লিখি মোরা হিসাব খাতায়
ক্ষতি যদি বেশি হয় কিবা এসে যায়
পাল যদি ছিঁড়ে যায় নদীর মাঝার
দাঁড় টেনে আশা নিয়ে নদী হবো পার
রাত্রির শেষে দেখি এখনও আঁধার
আলোর নিশানা আমি খুঁজি বারে বার
রাত্রির শেষে দেখি এখনও আঁধার
আলোর নিশানা আমি খুঁজি বারে বার
এ জীবনে পেয়েছি যে আঘাত হাজার
থামবে না গতি তবু জীবনে চলার
রাত্রির শেষে দেখি এখনও আঁধার
আলোর নিশানা আমি খুঁজি বারে বার
রাত্রির শেষে দেখি এখনও আঁধার
আলোর নিশানা আমি খুঁজি বারে বার