Etota Bhalobashi Lyrics by Recall is the latest Bangla song lyrics written by Ranya Rahim, Meraz Mohsin and the beautiful music has been given by Meraz Mohsin.This song published by Recall.
Etota Bhalobashi Song Details
Song: | Etota Bhalobashi |
Singer: | Recall |
Lyrics: | Ranya Rahim, Meraz Mohsin |
Music: | Meraz Mohsin |
Label: | Recall |
Etota Bhalobashi Lyrics
যখন নিঝুম রাতে সব কিছু চুপ
নিষ্প্রাণ নগরীতে ঝিঁঝিঁরাও ঘুম
আমি চাঁদের আলো হয়ে
তোমার কালো ঘরে
জেগে রই সারা নিশি
এতটা ভালোবাসি
এতটা ভালোবাসি
যখন নিঝুম রাতে সব কিছু চুপ
নিষ্প্রাণ নগরীতে ঝিঁঝিঁরাও ঘুম
আমি চাঁদের আলো হয়ে
তোমার কালো ঘরে
জেগে রই সারা নিশি
এতটা ভালোবাসি
এতটা ভালোবাসি
এ কি অপরূপ সুন্দরতার স্বপ্নের বর্ষা রাতে
আমি ভিজে ভিজে মরি মিছে
মগ্ন প্রভাতে দেখি ভীষণ অন্ধকার মাঝে
আলো ছায়ায় তার নূপুর বাজে
আমি যে ভেবে ভেবে শিহরিত
আমি সূর্যের আলো হয়ে
তোমার চলার পথে
ছায়া হয়ে তোমায় দেখি
এতটা ভালোবাসি
এতটা ভালোবাসি