Kar Basore Ghumao Bondhu 2 Lyrics (কার বাসরে ঘুমাও বন্ধু 2) – Atif Ahmed Niloy

Kar Basore Ghumao Bondhu 2 Lyrics by Atif Ahmed Niloy is the latest Bangla song lyrics written by Atif Ahmed Niloy and the beautiful music has been given by Din Islam Sharukh.This song published by Samsul Official.

Kar Basore Ghumao Bondhu 2 Lyrics

Kar Basore Ghumao Bondhu 2 Lyrics

কেউ বুঝে না মনের ব্যাথা
আমি ভাল নাই
প্রেমের মাঝে এত ব্যাথা
আগে বুঝি নাই

আমি জানতাম যদি অন্যের সাথে
বাধবি সুখের ঘর
আমি করতাম না রে আপন তোরে
কইরা রাখতাম পর

আমারে স্বপ্ন দেখাইয়া
কার বাসরে ঘুমাস
বারে বারে বইলা ছিলি
শুধুই আমারে চাস

ওরে টাকা লইয়া সুখে আছিস
টাকাই সব তোর
দেখবি একদিন খুব বড় হইমু
থাকবি না যোগ্য মোর

আমি বুঝলাম না রে
এক মনেতে কয়জন দিবি ঠাই
তোরে আমি দোষ দেবো কি
তুই কপালে নাই

তোর লাগিয়া মায়া লাগে
কান্দে এই অন্তর
আমি করতাম না রে আপন তোরে
কইরা রাখতাম পর

Kar Basore Ghumao Bondhu 2 Music Video

Kar Basore Ghumao Bondhu 2 Song Details

Song: Kar Basore Ghumao Bondhu 2
Singer: Atif Ahmed Niloy
Lyrics: Atif Ahmed Niloy
Music: Din Islam Sharukh
Starring: Atif Ahmed Niloy
Label: Samsul Official