Ki Kore Bolbo Bolo Lyrics from Kulpi is the latest Bangla song sung by Shovan Ganguly.Ki Kore Bolbo Bolo song lyrics written by Debdeep Mukherjee and the beautiful music has been given by Sabuj-ashish.This song published by BD Film Production.
Ki Kore Bolbo Bolo Song Details
Song: | Ki Kore Bolbo Bolo |
Movie: | Kulpi |
Singer: | Shovan Ganguly |
Lyrics: | Debdeep Mukherjee |
Music: | Sabuj-ashish |
Label: | BD Film Production |
Ki Kore Bolbo Bolo Lyrics
আমি কি করে বলবো বলো
আর কি করে জানাবো তাকে
আমি কি করে বলবো বলো
আর কি করে জানাবো তাকে
তার পলক না পড়া গভীরতা
কারো গোপনীয় হয়ে থাকে
আমি কি করে বলবো বলো
আর যেভাবে রয়েছে আলো
এতো মসৃন এতো নীল
আর যেভাবে রয়েছে আলো
এতো মসৃন এতো নীল
এই মহাকাশ ধোঁয়া চোখ
আমার অজান্তেই সাবলীল
আমি কি দিয়ে বোঝাই বলো
আর কি করে জানাবো তাকে
কেউ দীর্ঘশ্বাস ফেলে যায়
আর কেউ ঠিকই তুলে রাখে
আমি কি করে বলবো বলো
আর কি করে জানাবো তাকে
এই আলাপের এতো তৃপ্তি
কোন ভাষায় প্রকাশ হয়
আর হৃদয় বড়োই নিষ্ঠুর
আর নিষ্ঠুর জলাশয়
কোনো আখরের রঙ মিলবে না
এই সমস্ত রাত দিন
যার গোটা গায়ে আঁকা রূপকথা
তার ইশারায় আলাদীন
আমি কি দিয়ে বোঝাই বলো
আর কি করে জানাবো তাকে
আমি কি দিয়ে বোঝাই বলো
আর কি করে জানাবো তাকে
কেউ দীর্ঘশ্বাস ফেলে যায়
আর কেউ ঠিকই তুলে রাখে
আমি কি করে বলবো বলো
আর কি করে জানাবো তাকে
হোক অবাদ্ধ আজ তাই সই
আমি রাজি মেনে নিতে হার
আমি চাইবোই আজ মিটুক তোমার
জোনাকির আবদার
সব ইতস্ততাই বারবার খোঁজে
স্ফুলিঙ্গ অঞ্চল
আর যতদূর তার বিস্তার তুমি
তাতে ঢেলে দিয়ো জল
থাক বুকের ভেতরে নদী
চলো উড়ে যাই এক ঝাঁকে
থাক বুকের ভেতরে নদী
চলো উড়ে যাই এক ঝাঁকে
কোনো ফোয়ারার মতো অস্থির হয়ে
চাইবোই তোমাকে
আমি কি করে বলবো বলো ?
আর কি করে জানাবো তাকে ?