Koto Kichu Ghotey Lyrics from Aami Vs Tumi is the latest Bangla song sung by Rupam Islam.Koto Kichu Ghotey song lyrics written by Rupam Islam & music also given by Rupam Islam, Allan Ao, Neel Adhikari.This song published by Svf Music.
Koto Kichu Ghotey Song Details
Song: | Koto Kichu Ghotey |
Movie: | Aami Vs Tumi |
Singer: | Rupam Islam |
Lyrics: | Rupam Islam |
Music: | Rupam Islam, Allan Ao, Neel Adhikari |
Label: | Svf Music |
Koto Kichu Ghotey Lyrics
নিজেকে আয়নায় দেখে
অচেনা ঠেকলো ভীষণ
এটা কার সংসার
কত নম্বর প্ল্যাটফর্ম (×২)
ছুটি এক্সপ্রেস এসে
তফাতে দাঁড়াল কি
একটু চা দরকার
এত ঘুম কোন রাতে রাখি
শুয়ে শুয়ে
শুঁয়োপোকা হব
না জোনাকির মতো
ছটফটে
না চাইতে জুটে গেছে
অস্বস্তি কিছু
ফোকটে
ও ও ও
ও ও ও..
কত ঘটনার ঘনঘোর
কত রাতের অবৈধ ভোর
সেসব তারিখ টুকে রাখি
তা নিয়ে কত গান লেখা বাকি
কত শতবার্ষিকী ইচ্ছে
ফাঁকতালে আজ দুয়ো দিচ্ছে
ভিত্তিহীন কুচকাওয়াজ
ভিজে বন্দুক ফাঁকা আওয়াজ
সংসার মূলধন, প্রেম সুদ
বিরহ- ঘুম তাড়ানোর ওষুধ
কেন যে স্নেহহীন সত্ত্বাকে
হাতছানি দিয়ে ভূত ডাকে
ও ও ও
ও ও ও..
ভূতের ভাষা কি
পুরোপুরি আষাঢ়ে
নাকি যা রটে-কিছুটা বটে
তদন্ত করে
আর গোয়েন্দা বলো
কী পাবে
নানান ছাঁচের সিনেমার
একই ধাঁচের মহাসঙ্কটে
কাউকে দায়ী করে লাভ নেই
জীবনে
কত কিছু ঘটে
ও ও ও
ও ও ও…