Mon Bhalo Nei Lyrics from Saheb Bibi Golam (2017) is the latest Bangla song sung by Anupam Roy. Mon Bhalo Nei song lyrics written by Anupam Roy & music also given by Anupam Roy.This song published by Amara Muzik Bengali .
Mon Bhalo Nei Song Details
Song: | Mon Bhalo Nei |
Movie: | Saheb Bibi Golam (2017) |
Singer: | Anupam Roy |
Lyrics: | Anupam Roy |
Music: | Anupam Roy |
Label: | Amara Muzik Bengali |
Mon Bhalo Nei Lyrics
কোথায় ছিলে সেই সকালে
তোমায় খুঁজছে কলের জল
বৃষ্টি নেমেছিল সেই সকালে
তোমার জানলায়, সব অচল (x2)
আর একটা রোদের দিন
চাইতে পারি না
লজ্জা রাঙা থাক রুমাল, তবু সে
আর এক দু ফোটা নীল
পোস্ট অফিসের নাম
ভুল লিখেছি ভুল করে
কেন যে ..
তাই ভালো নেই, ভালো নেই
মন ভালো নেই, ভালো নেই
তাই ভালো নেই, ভালো নেই
মন ভালো নেই, ভালো নেই
যেন ঘষা কাঁচে ঘষে গেছে চক
খবর আসে, বারো মাসে
তের ভাবে, ছোঁয়া যায়
বেঁচে ওঠে, সেই সকালে
গাছের পাতা, ভরসা পায়
আর একটা রোদের দিন
চাইতে পারি না
লজ্জা রাঙা থাক রুমাল, তবু সে
আর এক দু ফোটা নীল
পোস্ট অফিসের নাম
ভুল লিখেছি ভুল করে
কেন যে ..
তাই ভাল নেই, ভাল নেই
মন ভাল নেই, ভাল নেই
তাই ভাল নেই, ভাল নেই
মন ভাল নেই, ভাল নেই
যেন ঘষা কাচে ঘষে গেছে চক।