MonMadhupur Lyrics by Namrata Bhattacharya is the latest Bangla song lyrics written by Saikat Kundu and the beautiful music has been given by Ratnadeep Das.This song published by HARMONIUM.
MonMadhupur Song Details
Song: | MonMadhupur |
Singer: | Namrata Bhattacharya |
Lyrics: | Saikat Kundu |
Music: | Ratnadeep Das |
Label: | HARMONIUM |
MonMadhupur Lyrics
তুমি কি কখনও মনমধুপুর গেছো?
সেখানে তোমায় প্রথম দেখেছিলাম
তুমি কি কখনও মনমধুপুর গেছো?
সেখানে তোমায় প্রথম দেখেছিলাম
নীল নদী ছিলো অঙ্কশায়িনী আমি
অঞ্জলি শুধু ওষ্ঠে তুলে ছিলাম
তুমি কি কখনও মনমধুপুর গেছো?
সেখানে তোমায় প্রথম দেখেছিলাম
মেঠোপথ গেছে পায়ে পায়ে দূরে বেঁকে
ছায়া নিয়ে শুয়ে বিকেলের রোদ্দুর
যেন আকাশের শূন্যতা বুকে মেখে
ফড়িং এর ডানা আঙ্গুলে ছুঁয়েছিলাম
তুমি কি কখনও মনমধুপুর গেছো?
সেখানে তোমায় প্রথম দেখেছিলাম
হাওয়া দেয় আর দুলে দুলে ওঠে ঘাস
মাথাময় চাঁদ একবার বাড়ে কমে
লকলক করে শতইচ্ছের জল
ঘুঘু ডাকে আর ঘুঘু ডাক যায় থেমে
থেমে গেছে সব থেমে গেছে তবু কেন
ডেকে যাও তাকে ডেকে যাও বলো মন
আমি তো নিজেও যাইনি সেখানে যেন
কারও যেতে নেই শুধু এই ভেবেছিলাম
তুমি কি কখনও মনমধুপুর গেছো?
সেখানে তোমায় প্রথম দেখেছিলাম